চাঁপাইনবাবগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত

470

চাঁপাইবনাবগঞ্জে জাতীয় আইনগত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ(শুক্রবার) জেলা লিগ্যাল এইড কমিটি স্বেচ্ছায় রক্তদান, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৮টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। পরে স্বেচ্ছায় রক্তদান শেষে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী। আলোচনায় অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান, অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম, পাবলিক প্রসিকিউটর জোবদুল হক, সহকারী কৌশুলি (জিপি) (অতিরিক্ত দায়িত্ব) আলী আওয়াল বাউল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা, প্যানেল আইনজীবী রেহেনা খাতুন বীথি ও লিগ্যাল এইড অফিসে বিচারপ্রার্থী সখিনা খাতুন। সভায় জানানো হয়, ২০১৬ সালের ২৮ এপ্রিল হতে চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত ৩২৬জন বিচার প্রার্থী আদেবন করেন। একই সময়ের মধ্যে পূর্ববর্তী দায়ের করা মামলাসহ ২৯১টি মামলা নিষ্পোত্তি করা হয়। বর্তমানে বিচারাধিন মামলা রয়েছে ৫১৬টি। গরিব দুস্থ বিচার প্রার্থী জনসাধারণকে আইন সহয়তা নেওয়ার জন্য আহবান জানানো হয়। সভা সঞ্চলন করেন, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার এবং যুগ্ন জেলা ও দায়রা জজ মো. রবিউল আলম।
কর্মসূচিতে জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।