চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার সকালে জেলা পর্যায়ের অনুর্ধ-১৬ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট এর খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মঞ্জুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা শিক্ষা অফিসার মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, নির্বাহী সদস্য আহসান হাবিব মিন্টু, সাধারণ সদস্য সালামত হোসেন, জালাল উদ্দীন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিনব্যাপি বাছাই কার্যক্রমে বিভিন্ন উপজেলার ৭৩ জন খেলোয়াড়ের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪ জনকে বাছাই করা হয়। তারা হলো আদনান মাহিন, হুমায়ন আহমেদ, আপেল আলি ও ইশতিয়াক আহমেদ। এ বাছাই পরিচালনা করেন জেলা ফুটবল কোচ হুমায়ন কবির লুকু। তাকে সহযোগিতা করে শামশুল আলম। উল্লেখ থাকে যে, পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে এরা অংশগ্রহণ করবে।