চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেকরা। সাবেকদের ওপরেই ভরসা রেখেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনেই সাবেকদের ওপরই আস্থা রেখেছে দলটি। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে লড়বেন বিএনপির কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এই আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তাদেরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। আর এর মধ্যদিয়ে সমস্ত জল্পনা কল্পনার শেষ হয়ে গেল। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।