চক্ষু হাসপাতালে রোগীদের জন্য রেকর্ড ক্লিপ ফাইল চালু
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র রোগীরা যাতে সহজে সংরক্ষণ করতে পারে সে লক্ষে রেকর্ড ক্লিপ ফাইল চালু হয়েছে। বুধবার থেকে চক্ষু হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।
বেলা ১১টায় এক রোগীর হাতে রেকর্ড ক্লিপ ফাইল তুলে দেয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইমরান জাভেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী, সুপারভাইজার মনিরুল ইসলাম সেলিমসহ আরো অনেকে।
চেয়ারম্যান একেএম খাদেমুল ইসলাম জানান, মাত্র ১০০ টাকাতে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে চক্ষু সেবা দেয়া হয় এই হাসপাতাল থেকে। এই টাকার মধ্যে দুটি পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসক দেখানো হয়। তিনি বলেন, এর আগে পরীক্ষা-নিরীক্ষার কাগজ ও চিকিৎসাপত্র রোগীদের হাতে ধরিয়ে দেয়া হতো। কিন্তু বেশিরভাগ রোগী সেগুলো ফাইল না করার কারণে হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে সঙ্গে নিয়ে আসতে পারতেন না। সেই জায়গা থেকে ব্যবস্থাপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র রোগীরা যাতে সহজে সংরক্ষণ করতে পারে, সেজন্য রেকর্ড ক্লিপ ফাইল চালু করা হলো।
চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম আরো বলেন, এই হাসপাতালে গড়ে প্রতিদিন আড়াই শতাধিক রোগী চক্ষু সেবা নিয়ে থাকেন। হাসপাতালে সেবার মান বৃদ্ধিসহ আধুনিক চিকিৎসার জন্য নতুন নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে দুই বছরব্যাপী প্রায় আড়াই হাজার দুস্থ ও গরিব রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য এরই মধ্যে দৃষ্টি উন্নয়ন সংস্থার সঙ্গে অন্ধ কল্যাণ সমিতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাধারণ মানুষকে অবহিত করতে এরই মধ্যে মসজিদে মসজিদে চিঠি দেয়া হয়েছে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।