কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ৫ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা ৫। ৪ টি করে গোল নিয়ে এমবাপ্পের পেছনেই আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। ৩ গোল করে এই লড়াইয়ে ছিলেন ব্রাজিলের রিচার্লিসন, ইংল্যান্ডের বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড, স্পেনের আলভারো মোরাতা এবং পর্তুগালের গনসালো রামোস। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তাঁরা। তাই এবারের গোল্ডেন বুট জেতার রেসে আছেন ৩জন- এমবাপ্পে, মেসি ও জিরু।
এদিকে, শেষ চারে টিকে রইল ইউরোপের দুইটি দেশ ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। দক্ষিণ আমেরিকা থেকে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম প্রতিনিধি হিসেবে রয়েছে মরক্কো। আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে ১৪ ডিসেম্বর রাত ১টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স-মরক্কো।