গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গমবীজ ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গোমস্তাপুর : আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫ জন কৃষকের মধ্যে গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গমবীজ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছাবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৩৫ জন, রাধানগর ইউনিয়নের ৩০ জন, রহনপুর ইউনিয়নের ৫ জন ও রহনপুর পৌরসভার ৫ জন উপকারভোগী কৃষককে গমবীজ দেয়া হচ্ছে। এর মধ্যে প্রতিজন কৃষককে ২০ কেজি গমবীজ, ইউরিয়া ৩৫ কেজি, টিএসপি ২০ কেজি, এমওপি ১৮ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ও বোরণ ১ কেজি করে, বীজ সংরক্ষণের ড্রাগ ৩টি ও ১টি সাইনবোর্ড দেওয়া হচ্ছে।

নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানবীজ, গমবীজ এবং সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে এই কর্মসূচির আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে ১০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উফশী উন্নত ফলনশীল ধানচাষের জন্য ৮০০ কৃষক পাচ্ছেন ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার। গম আবাদের জন্য ১০০ জন কৃষককে দেওয়া হচ্ছে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি ও ৭ কেজি জিপসাম।

এছাড়াও গমচাষের জন্য প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের বীজ সংরক্ষণের জন্য ৩টি ড্রাম ও একটি সাইনবোর্ড প্রদান করা হয়, যা কৃষকদের ফসল সংরক্ষণে আরো বেশি সাহায্য করবে।