গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ৩ নার্স সাময়িক বরখাস্ত

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় আয়ান ইসলাম নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকার আমিন আলির ছেলে। আজ সকাল ৭টার দিকে শিশুটির মৃত্যুর পর হাসপাতালে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, এ ব্যাপারে তদন্ত হবে এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে নার্সিং কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ঘটনাটি উর্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে এ ব্যাপারে তদন্তভার দেয়া হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্তানূযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।