গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা 

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে। পারিবারিক এই মিলনমেলার আহবায়ক ও সংগঠনের সহসম্পাদক আল-মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন আহবায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা।
এই মিলন মেলার আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে। প্রতিবছর এই পারিবারিক মিলনমেলা করা হবে বলে ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন।