গোমস্তাপুরে ৬তলা একাডেমিক ভবনের উদ্বোধন

30

গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই ভবনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। এছাড়া তিনি গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার আরও ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সহকারী শিক্ষক শরীফ উদ্দিনের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুজ্জানসহ অন্যরা। উল্লেখ্য,সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ভবন নির্মিত হয়েছে।