<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার - Radio Mahananda

গোমস্তাপুরে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ৭ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জহিরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। সে গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম ওরফে কুলুর ছেলে। র‌্যাব জানায়, আজ ভোরে নিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুল পেশাদার শীর্ষ অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ২০২২ সালের ১ জুন অস্ত্র বহনের সময় সে হাতেনাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়। পরে ওই আসামী জামিনে মুক্ত হয়ে পলাতক থাকে। ২০২৪ সালের ৩০ জুন আদালত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও আরও ৭ বছর করাদন্ডে দন্ডিত করেন। গ্রেপ্তার জহিরুলকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।