01713248557

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাওসার আলী নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সে চৌডালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নন্দলালপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে বাড়ির সামনের আঞ্চলিক সড়কে খেলা করার সময় অজ্ঞাত পরিচয় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কায় আহত হয় কাওসার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক- এসআই মঈন চৌধুরী জানান, পুলিশ মোটরসাইকেলটি শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।