গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ২ মাদকসেবীর কারাদন্ড
গোমস্তাপুর উপজেলায় দুই মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন গোমস্তাপুরের রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকার মৃত ফায়েজ উদ্দিনের ছেলে রাহিম ও হঠাৎপাড়ার শ্রী জার্মানীর ছেলে শ্রী বিরাম ৪৬। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল বিকাল পৌনে ৫টার দিকে জেলার কূখ্যাত মাদকস্পট রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবনের সময় ১৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার হন রাহিম ও বিমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও জাকির মুন্সী উভয়কে মাদকসেবনের দায়ে ৩ মাস কওে কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পরিচালক ইমরুল হাসান।