গোমস্তাপুরে বিষপানে স্বামী পরিত্যক্ত নারীর আত্মহত্যা

গোমস্তাপুরে বিষপান করে স্বামী পরিত্যক্ত এক নারী আত্মহত্যা করেছে। আজ সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নারী ওই গ্রামের মামুন অর রশিদের মেয়ে মিম নামে। মা-বাবার সঙ্গে মনোমালিন্য কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই এলাকার ইউপি সদস্য সালেক সর্দার বলেন, মেয়েটির পিতা-মাতার সাথে মনোমালিন্যের কারণে বেলা ১০ টার দিকে বাবার বাড়িতে ওই নারী বিষ পান করে। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পথে নাচোল উপজেলা এসে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ – ওসি ফরিদ উদ্দিন জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদেরকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।