গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা

গোমস্তাপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১৬ বিজিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য দেন, নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রোকনপুর বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আউয়াল, বিভিষণ ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান, জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান। এসময় ইউপি সদস্য,এলাকার বাসিন্দা ও জেলেরা উপস্থিত ছিলেন।

সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বিলে জেলেরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃস্টি করছে। বিশৃঙ্খলা না করে মিলেমিশে সবাইকে বিলে এসে মাছ ধরতে আহ্বান জানান তারা। এদিকে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, বিলে মিলেমিশে মাছ ধরেন, বিশৃঙ্খল করলে সীমান্তের শুণ্যরেখায় কাউকে যেতে দেওয়া হবে না।