01713248557

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক

 

গোমস্তাপুরে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবককে আটক করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে শাহীন। গতকাল রাতে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।