গোমস্তাপুরে প্রাথমিক উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময়ে শিক্ষকদের উদ্দেশ্যে অমর্যাদাকর বক্তব্যের প্রতিবাদে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয় পরিষদের উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন, ভাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ খোকন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরী সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি শিক্ষকদের বলব, যদি সমাজে আপনাদের যে শ্রদ্ধার জায়গা আছে, সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। যারা মনে করবেন যে, না আমার পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান।” স্বৈরাচারের ভাষায় এই মন্তব্য করেছেন তিনি। তাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছেন।