গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার হুজরাপুর বেগুনবাড়ি মহল্লার পাশে পূণর্ভবা নদীতে ডুবে আল আমিন নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার জালালের ছেলে। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মায়ের পিছু পিছু বাড়ির পেছনের নদীর ঘাটে যায় শিশুটি। পরে শিশুর মা কাজ শেষে বাড়ি ফিরলেও পিছে যাওয়া শিশুটির খোঁজ করতে ভুলে যায়। পরে শিশুটির খোঁজ শুরু করে দুপুর পৌনে ১২টার দিকে ঘাটের নিকট নদীতে শিশুটিকে মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া যায়। গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক(এসআই) সুজাউদ্দৌলা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।