গোমস্তাপুরে দুস্থদের মাঝে টিন বিতরণ

282

গোমস্তাপুরে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ বিকেলে উপজেলা ত্রান ও পূণর্বাসন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন, উপজেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা মওদুদ আলম খাঁ, প্রকৌশলী জিয়াউর রহমানসহ অন্যান্যরা। মোট ৬২ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে এ অনুদান প্রদান করা হয়।