01713248557

গোমস্তাপুরে দিনমজুরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকা থেকে প্রীতম কুমার দাস নামে এক দিনমজুরের গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর ৩ নং ওয়ার্ডের রহমতপাড়া মহল্লার দীপক কুমার দাসের ছেলে। পুলিশ জানায়, আজ সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক অনটনে কারণে প্রীতম আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তার পরিবারের প্রতি অভিমানও ছিল। তার পরিবার পুলিশকে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় দরজা ভেতর থেকে আটকিয়ে শুয়ে পড়ে প্রীতম। পরে আজ ভোররাতে তার মা ও স্ত্রী ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে ঘরের ছাদের তীরের সাথে ঝুলন্ত দেখতে পায়। গোমস্তাপুর থানার উপ-পরির্শক এসআই ফজলে বারী বলেন, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মামলার তদন্ত শুরু হয়েছে।