গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শান্ত রাজ, ৫৯ বিজিবির মেজর ইমরুল কায়েশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।