গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের স্যানিটেশন সুবিধা আওতায় উপকারভোগীদের মধ্যে সেমি পাকা টয়লেটের চাবি ও ব্যবহৃত উপকরণ বিতরন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এইগুলো বিতরণ করা হয়। উপজেলার ১৫টি উপকারভোগী পরিবারের মধ্যে চাবিসহ টয়লেটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ।  অনুষ্ঠানে উপকারভোগী রওশনি বালা, ফুলন দেবী, প্রমিলা রানী বলেন বিগত দিনে তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেন। এতে করে জমির মালিক বকাবকি করতেন। এছাড়াও তারা দিনের বেলা মলত্যাগ করতে লজ্জা পেতাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও অগ্রদূত বাংলাদেশ তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমি পাকা টয়লেট তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এছাড়া তারা আরোও বলেন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে টয়লেট ব্যবহার করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।