গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামের শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের জয়নালের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ও স্থানীয়রা জানান, আব্দুল মতিন গ্রামে গ্রামে ঘুরে সরিষার তেল বিক্রি করার পাশাপাশি কবিরাজি করতেন। রবিবার রাতে শুকুর উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে তার (শুকুর উদ্দিন) স্ত্রীর ‘জ্বিন-ভূত’ রোগের চিকিৎসা দিতে গিয়ে হয়তো অসামাজিক কাজে লিপ্ত হন। ওসি বলেন, ধারণা করা হচ্ছে সে কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরে বিভিন্ন জায়গা কোপানোর চিহ্ন রয়েছে। ওসি আরো বলেনÑ সোমবার সকালে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে শুকুর উদ্দিন ও তার স্ত্রীসহ পরিবার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।