প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গোমস্তাপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ১৩ টি বাড়ি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামীকাল আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপহারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রীর উদ্বোধন করবেন। পরে গোমস্তাপুর উপজেলায় ১৩টি পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, গোমস্তাপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৯৫টি, দ্বিতীয় পর্যায়ে ৫০০টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৫০টি ও দ্বিতীয় ধাপে ১৩ টিসহ মোট ৬৫৮টি “ক” শ্রেণীর বাড়ি বরাদ্দ দেয়া হলো। এ সময় গোমস্তাপুর উপজেলার ৪টি সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।