গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে নারীসহ ৫ জন পুশইন

গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সকালে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের বিভিষণ বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশ দায়ে ওই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটককৃত ৫ জনের মধ্যে ২ জন নারী ও ৩ জন রয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার জামিলপারা গ্রামের লিপি লস্কর, সাদ্দাম লস্কর, ফিরোজা ও বাগেরহাটে মোল্লাহাটের কাঠাদূরের গ্রামের হায়দার সরদার। বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে তাদের দেখতে পেয়ে ওই বিওপির টহলরত বিজিবির সদস্যরা আটক করে। পরে বিজিবি আটককৃতদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে ওসি জানিয়েছেন।