গোবরাতলায় আমের ফ্রুট ব্যাগিং এর উদ্বোধন

804

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমের ফ্রুট ব্যাগিং। বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১-এর আওতায় চাঁপাই মহেশপুর গ্রামের একটি আম বাগানে ফ্রুট ব্যাগিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা।
সেখানে আম চাষীদেরকে ফ্রুট ব্যাগিং করার সঠিক পদ্ধতি শেখান চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক আবুল খায়ের খাঁ, কৃষি ইউনিটের কৃষিবিদ আতাউর রহমানসহ এলাকার আম চাষীরা। উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন বলেন, ৪০ থেকে ৫৫ দিন বয়স হলেই আমের ফ্রুট ব্যাগিং করার উপযুক্ত সময়। প্রথমে ব্যাগিং করতে হবে গোপালভোগ জাতে, এরপর খিরসাপাত ও ল্যাংড়া জাতে। ফজলি, বারি আম-৩ (আম্রপালি), বারি আম-৪, আশ্বিনা জাতে ব্যাগিং করতে হবে আরও ২০-২৫ দিন পরে। তবে মুকুল আগাম আসার কারণে কোন কোন গাছে এই সময়েও ব্যাগিং উপযোগি আম থাকতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা জানান, চাঁপাইনবাবগঞ্জে এবছর ফ্রুট ব্যাগিং এর পরিমাণ ১ কোটি ছাড়িয়ে যাবে।