গোদাগাড়ী সীমান্তে ৯০০ গ্রাম হেরোইন এবং ০৪ বোতল মদ উদ্ধার

345

গোদাগাড়ী সীমান্তে ৯০০ গ্রাম হেরোইন এবং ০৪ বোতল মদ উদ্ধার করেছে ৫৩ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত পৌনে ১টার দিকে পোলাডাংগা বিওপির একটি টহল গোদাগাড়ী থানার ডিএমসি মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯০০ গ্রাম হেরোইন এবং ০৪ বোতাল জেডি মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য যথাক্রমে ১৮ লক্ষ ৬ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইন ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলেও জানানো হয়।