গোদাগাড়ী উপজেলায় র্যাবের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে র্যাব। আজ বিকেলের দিকে বাসুদেবপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযানটি চালানো হয়। আটক হাবিবুর গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি এলাকার জমশেদ আলীর ছেলে। চাঁপ্ইানবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ অবস্থানের গোপন খবরে অভিযানটি চালানো হয়। অভিযানে ইয়াবাসহ হাতনাতে আটক হাবিবুর। এঘটনায় গোদাগাড়ী থানায় মামলা করেছে র্যাব।