রাজশাহীর গোদাগাড়ীতে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হালাদার ও সিএনজি অটোরিকশা চালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম। আজ ভোর ৫টা ১০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন আহত হয়। শ্রী মাধব হালাদার পেশায় ঘোষ ছিলেন। দই বিক্রয় করার জন্য রাজশাহীর দিকে যাচ্ছিলেন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সিএনজি চালিত অটোরিকশার চালক সেলিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি মারা যান।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, গোপালপুর বাজারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সিএনজি চালিত অটোরিকশা এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং শ্রী মাধব হালাদারকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই সে মারা যায়। সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।