<meta property="og:image:width" content="1040"/> <meta property="og:image:height" content="780"/> গোদাগাড়ীতে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - Radio Mahananda

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সুমন আলী নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রিপুরের রুহুল আমীনের ছেলে। এ সময় জব্দ হয়েছে একটি পিকআপ গাড়ী। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বুজরুক রাজারামপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা থেকে মাদক নিয়ে আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীতে পিকআপটিতে অভিযান চালিয়ে গাাঁজাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।