01713248557

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২ কেজি হেরোইনসহ সাইফুল ইসলাম(৪২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। সে নাটোরের সিংড়া থানার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। র‌্যাব জানায়,গতকাল রাত ৯টার দিকে গোদাগাড়ীর সিএন্ডবি মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে হাতেনাতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ জড়িত। তার বাড়ি নাটোর হলেও সে প্রায়ই গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করত। গোয়েন্দা সূত্রে সাইফুলের সন্দেহজনক চলাফেরার খবরে র‌্যাব নজরদারি বাড়িয়ে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সা তল্লাশী করে যাত্রীবেশী সাইফুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।