গাজার বাসিন্দাদের দক্ষিণে যাবার নির্দেশ ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনিদের গাজার উত্তরাংশ থেকে সরে দক্ষিণে চলে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। কারণ তাদের বাহিনী ছিটমহলের বৃহত্তম নগর এলাকার আরো গভীরে অগ্রসর হচ্ছে। আজ ইসরায়েলি বাহিনী এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজার উত্তরাঞ্চল দখলের নির্দেশ দেওয়ার পর কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলীয় শহরতলিতে আক্রমণ চালিয়ে আসছে। নেতানিয়াহু দাবি করেছেন, গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং ফিলিস্তিনি এই গোষ্ঠীটিকে পরাজিত করার জন্য গাজা দখল করা প্রয়োজন। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স-এ লিখেছেন, বাসিন্দাদের শহর ছেড়ে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি নির্ধারিত অঞ্চলে চলে যাওয়া উচিত। তারা সেখানে খাবার, চিকিৎসা সেবা এবং আশ্রয় পাবে।