01713248557

 

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা, ব্যয় হবে ৫ কোটি টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর সভা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যার ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সকল কর্মকা- যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সুষ্ঠু ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দেওয়া হবে।