খোকার আঁকা

753

<রমজান আলী রনি>

নদীর ধারে পুকুর পাড়ে
মাছরাঙ্গা খেলে,
খোকার টিয়ে ছোট্ট পায়ে
দুটি ডানা মেলে।
হলদে পালক সোনার নোলক
হাতে তার আঁকা,
নদীর জলে ছলেবলে
ছবি আঁকে খোকা।
নৌকা চলে পাল তুলে
ঢেউয়ের পাতায়-পাতায়,
রঙ পেন্সিলে হেলেদুলে
ছবি আঁকে খাতায়।
বড় হয়ে সবুজ বইয়ে
উঠবে খোকার নাম,
দেশের চিত্রে সবুজ মানচিত্রে
পাবে খোকা দাম।