খুলনাকে হারিয়ে ৫ জয় নিয়ে কোয়ালিফায়ারে বরিশাল
ফরচুন বরিশালের কাছে হেরে আগেরদিন প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ তাদের দেখানো পথেই হাঁটলো খুলনা টাইগার্স। সেই বরিশালের কাছে হারলো তারাও। তবে মেহেদী হাসান মিরাজের দল পড়ে গেছে যদি-কিন্তুর মারপ্যাঁচে। অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে বরিশালের। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট ১৮৭ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে গেছে বরিশাল। বরিশালের জয়ে বড় ভূমিকা ডেভিড মালানের। ৩৭ বলে ৬৩ রানের ৮ চার ৩ ছক্কায় ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এই ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক অধিনায়ক তামিম ইকবাল ২৫ বলে ২৭ রান করেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহিদুল হাসান অংকন। অপরাজিত ১২ বলে ২৭ রান করেন তিনি। বল হাতে বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। খুলনার হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি।