ক্লিন এনার্জি দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

‘ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ’— এই স্লোগানে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুততর রূপান্তরসহ দুর্নীতিমুক্ত ও টেকসইজ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ আজ এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহসভাপতি আসরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান ও এনামুল হক, ইয়েস সদস্য আব্দুল্লাহ মজুমদার, ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুনসহ অন্যরা।
দিবসটি উপলক্ষে টিআইবি’র বিভিন্ন দাবি সংবলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহসভাপতি উম্মে সালমা হ্যাপি। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম।
মানববন্ধন থেকে রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি ও অঙ্গীকার, জ্বালানি এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান এবং দূষণ ও পরিবেশ-বিষয়ক তদারকিতে স্বচ্ছ ও যথাযথ-প্রক্রিয়া অনুসরণ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।