<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> <meta property="og:image:type" content="image/jpeg"/> কোপা আমেরিকার গ্রুপপর্ব শেষ, কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ - Radio Mahananda

কোপা আমেরিকার গ্রুপপর্ব শেষ, কোয়ার্টার ফাইনালের  সূচি প্রকাশ

আজ ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কোপা আমেরিকার এবারের আসরের গ্রুপপর্বের খেলা। চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো- আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।

শুক্রবার সকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল তথা সেমিফাইনালে যাওয়ার লড়াই। তার আগে চলুন দেখে নিই কোপা আমেরিকার ৪৮তম আসরের শেষ আটের সময়সূচি—

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

তারিখ মুখোমুখি সময় (বাংলাদেশ)
৫ জুলাই আর্জেন্টিনা-ইকুয়েডর সকাল ৭টা
৬ জুলাই ভেনেজুয়েলা-কানাডা সকাল ৭টা
৭ জুলাই কলম্বিয়া-পানামা ভোর ৪টা
৭ জুলাই উরুগুয়ে-ব্রাজিল সকাল ৭টা

কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ১০ জুলাই সকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ১১ জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর ১৪ জুলাই সকালে হবে ফাইনালে। এরপর পর্দা নামবে কোপা আমেরিকার এবারের আসরের।