কোটির ঘরে এফ এ সুমনের ‘জানরে তুই’

279

গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন সংগীতশিল্পী এফ এ সুমন। বিশেষ করে ঢাকার বাইরে এ শিল্পীর শ্রোতাপ্রিয়তা সব থেকে বেশি। ফোক ঘরানার গানে চলতি সময়ে তাই অন্যরকম একটি অবস্থান তৈরি করেছেন এফ এ সুমন। এবার তারই ধারাবাহিকতায় সম্প্রতি তার ‘জানরে তুই’ গানটি ইউটিউবে এক কোটিরও বেশি দর্শক উপভোগের রেকর্ড গড়লো। গানটি তেমন একটি প্রচার-প্রচারণা কিংবা বুস্টও করা হয়নি। সোহাগ ওয়াজিউল্লার লেখা এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন নিজেই। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন জারা ও লিটন। এটি নির্মাণ করেন এম এ সোবহান। নির্মাতাই নিজের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করেন গানটি। এতেই হয়ে গেল বাজিমাত। গানটি গতকাল নাগাদ উপভোগ করেছেন ১ কোটি ১০ হাজারেরও বেশি দর্শক। এ বিষয়ে এফ এ সুমন বলেন, এ গানটি অনেক আগেই অগণিত শ্রোতার হৃদয়ে ঠাঁই করে নিয়েছিল। আর এবার গানটির ভিডিও ইউটিউবে ১ কোটি ছাড়িয়েছে। এর জন্য শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, খুলনার একজন তরুণ নির্মাতা স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে চালানোর জন্য গানটির ভিডিও করে তার ইউটিউবে আপলোড দিয়েছিলেন। তবে একটি বিষয় বলতেই হয়, এ যাবৎ যত গান ইউটিউবে কোটি ছাড়িয়েছে তার সবই অনেক ব্যয়বহুল। কেননা, সেসব ভিডিও প্রথমসারির অনেক নির্মাতা জনপ্রিয় মডেলদের দিয়ে করিয়েছেন। কিন্তু মফস্বলের একজন নির্মাতা কর্তৃক স্থানীয় মডেলদের দিয়ে নির্মিত ভিডিও এতটা আলোড়ন তুলবে বিষয়টি ভাবিনি।