লম্বা সময় পর কোচিংয়ে ফিরলেন দিয়েগো মারাদোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সারির দল আল-ফুজাইরাহর দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।২০১২ সালের জুলাইয়ে আমিরাতেরই আরেক দল আল ওয়াসলের কোচের পদ থেকে বহিষ্কার হওয়ার পর এই প্রথম কোনো দলের দায়িত্ব নিলেন ৫৬ বছর বয়সী মারাদোনা।আল-ফুজাইরাহর জার্সি ধরে দাঁড়িয়ে থাকা মারাদোনার ছবি টুইটারে পোস্ট করে বিষয়টি জানিয়েছে আরব আমিরাতের ক্লাবটি।মারাদোনাও নিজের ফেইসবুক পেইজে জানিয়েছেন কোচিংয়ে ফেরার খবর। সেখানে লিখছেন, “আমি আপনাদের বলতে চাই যে, আমি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের আল-ফুজাইরাহর নতুন কোচ।”১৮৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মারাদোনা পরে জাতীয় দলের কোচও হয়েছিলেন। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত মেসিদের কোচ ছিলেন তিনি।