কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহম্মদ ইসাহাক এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিউজ্জামান, রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, সোনালী ব্যাংকের (অব.) এজিএম শীষ আহমেদ, ডাঃ শহিদুল্লাহ, সমাজসেবক মনিমুল হক, খাদেমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক রফি রহমত উল্লাহসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য দেন সমাজ সেবক সম্পাদক আমিনুল ইসলাম। বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রমের আয়োজন করেন নব জাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা। সার্বিক সহযোগিতায় ছিলেন গাওসুল আজম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর ও সমাজসেবক মনিমুল হক। জেলার প্রায় ২ হাজার নারী-পুরুষের চোখের চিকিৎসা দিচ্ছেন ১০ জন চিকিৎসক। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।