কাব ও স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কাব ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আজান, কেরাত, আবৃত্তি, উপস্থাপনা, সংগীত ও নৃত্য—এই সাতটি বিষয়ে শিক্ষার্থীদের প্রতিভা মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, সহকারী লিডার ট্রেনার এ কে এম মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে তিন দিনব্যাপী কাবব্যাজ কোর্স শনিবার শেষ হয়েছে। এতে জেলার ১২টি ইউনিটের ৪১ জন কাব সদস্য অংশগ্রহণ করেন। কোর্স লিডারের দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম মাহফুজুর রহমান, গোলাম সাকলাইন, রাজিয়া সুলতানা, আব্দুর রকিব, তরিকুল ইসলাম, তোফায়েল আলম ও জয়দুল ইসলাম।