কানসাট বাজারে সু স্টোরে আগুন মালামাল পুড়ে ছাই

শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এইচ এন সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।  শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।
এইচ এন সু স্টোরের মালিক মো. আহসান হাবিব জানান, প্রতিদিনের মতই দুপুরে দোকান লাগিয়ে বাড়ি যাই। এর ১০ মিনিট পর আমাকে একজন ফোন দিয়ে বলে দোকানে আগুন লেগেছে। আমি এসে দেখি ফায়ার সার্ভিস এসে আগুন নেভাচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
শিবগঞ্জ ফায়ার স্টেশন লিডার আতিয়ার রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইপিএসের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।