<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> কানপুর টেস্টে ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের - Radio Mahananda

কানপুর টেস্টে ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের

কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাতœক শুরু করে ভারত। তবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বড় লিড নিতে পারেনি স্বাগতিকরা। ২ ৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫২ রানের লিড নিয়েছে রোহিত শর্মার দল। ২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি। ১০ ওভার ১ বলে ১০০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতক। বিরতি থেকে ফিরে গিল ৩৬ বলে ৩৯ ও পন্থ ১১ বলে ৯ রান করে আউট হন। এরপর ৩৯ রানের মধ্যে ভারতের আরও ৪ উইকেট তুলে নেন সাকিব ও মিরাজ। শেষ পর্যন্ত ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত।