রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

করোনা বিধিনিষেধ ভাঙায় প্রায় ২৩ হাজার জনকে জরিমানা

ইস্টার উপলক্ষে জনসমাগম যেন না হয়, সেজন্য ইতালিয়ান সরকার ছিল সতর্ক। কিন্তু করোনার কারণে মৃত্যুপুরীতে এই উৎসব থেমে থাকেনি। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ ভঙ্গকারীদের জরিমানা করেছে ইতালিয়ান পুলিশ, দুইদিনে যে সংখ্যা প্রায় ২৩ হাজার।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার ও শনিবার লকডাউন অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ২২৯৫৬ জনকে জরিমানা করা হয়েছে।

ইস্টারের ছুটিতে লোকজনকে ঘরে রাখতে কঠোর অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। যারা মানেনি তাদের আর্থিক শাস্তি দেওয়া হয়েছে।

গত ১১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউনে ৬ লাখের বেশি মানুষকে নজরদারিতে রেখেছিল সরকার। কিন্তু হু হু করেই বেড়ে চলেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। প্রায় দেড় লাখ মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২০ হাজার ছুঁই ছুঁই।