কমিউনিটি রেডিওতে গ্রাম আদালত ব্যবস্থা নিয়ে অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় লিঙ্গ এবং অন্তর্ভুক্তি প্রচারের জন্য রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার করা বিষয়ক, কমিউনিটি রেডিও’র কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার পলশার-চাঁপাই মহেষপুরে রেডিও মহানন্দার স্টেশনে, সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিমের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। তিনি বলেন, কমিউনিটির মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিতে আমাদের একসাথে কাজ করতে হবে। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ন্যায়বিচার সুবিধা ভোগ করতে পারে। এসময় ওরিয়েন্টেশনে আরও উপস্থিত ছিলেন, প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের টিম লিডার আহমেদ ফ্রান্স, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মো. নয়ন আলীসহ ১৯ জন কলাকৌশলী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম বিষয়ে ধারণা দেয়া হয়। উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি, ইউরোপিয়ার ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরী সহযোগীতায় ও বাংলাদেশ কমিউনিটি রেডিও আসোসিয়েশন – বিসিআরএ এর ব্যবস্থাপনায়, ওরিয়েন্টেশন/কর্মশালাটি বাস্তবায়ন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।