01713248557

sm@radiomahananda.fm

LIVE

ওড়িশায় আঘাতের পর ছত্তিশগড়-মধ্যপ্রদেশের দিকে ‘দানা’

ওড়িশায় তা-ব চালানোর পর ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। তবে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে প্রবেশের সময় এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল রাত ১১টা ১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে শুরু করে। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধামারায় দানার শক্তি বাড়তে থাকে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। দানার তা-বে ওড়িশার ভদ্রকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। নিচু এলাকা পানিতে ভেসে গেছে।