এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়
লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে একাদশ সাজিয়ে চমক দেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। শুরুর তালিকায় জায়গা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে বেঞ্চ থেকে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নিজে গোল করলেন, করলেন এমবাপ্পেকেও অ্যাসিস্ট। তাদের দুজনের দাপটেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। ম্যাচের শুরুটা ছিল এমবাপ্পের। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর পরিবর্তে ৬৩ মিনিটে মাঠে নামেন ভিনি। ৮৩ মিনিটে তার পাস থেকে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। আর যোগ হওয়া সময়ে ভিনিসিয়ুস নিজেই বল জালে জড়িয়ে দেন, নিশ্চিত করেন মাদ্রিদের বড় জয়। তবে গোল-অ্যাসিস্টের বাইরে ভিনির আচরণও আলোচনায় আসে। অ্যাসিস্ট করার পর রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। সতীর্থ এমবাপ্পে এগিয়ে এসে মুখ ঢেকে শান্ত করার চেষ্টা করেন। পরে গোল করার পর প্রতিপক্ষ সমর্থকদের সামনেই উদযাপন করেন ভিনি।