এমপিওভুক্তির দাবি ৩৫০০ অনার্স-মাস্টার্স শিক্ষকের : মানববন্ধন ও স্মারকলিপি পেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩ হাজার ৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও অ্যাপ্লিকেশন টু চিফ অ্যাডভাইজার কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন- কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শিবগঞ্জের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক মো. বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ও নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক মো. ফিরোজ কবির।
আয়োজকদের মধ্যে বক্তব্য দেন- শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহাকরী অধ্যাপক নূরুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল বাকী, বাংলা বিভাগের প্রভাষক সাবরিনা বিনতে রইস, রানীহাটি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সংগঠনটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, শিবগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম ও আফরোজা নাসরিন, বিনোদপুর কলজের বাংলা বিভাগের প্রভাষক নূর আমিন। মানববন্ধন সঞ্চালনা করেন- শাহ নেয়ামতুল্লাহ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক ও সংগঠনটির সভাপতি মেসবাহ উদ্দিন।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।