অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর এবং মেয়ে সোনম কাপুর এবার মুখোমুখি হতে যাচ্ছেন বক্স অফিসে। কারণ হর্ষবর্ধন অভিনীত ‘ভাবেশ যোশি সুপারহিরো’ ছবিটি মুক্তি পাচ্ছে বোন সোনম কাপুর আহুজার ‘ভিরে দে ওয়েডিং’ সিনেমার সঙ্গে একই দিনে অর্থাৎ ১ জুনে।
গত ৮ মে সোনম কাপুর গাঁটছড়া বাঁধেন তার দীর্ঘ দিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে। বিয়ের পর এটাই তার প্রথম মুক্তি আসন্ন ছবি।
আগামী ২৫ মে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘ভাবেশ যোশি সুপারহিরো’ সিনেমাটির। কিন্তু ওইদিন মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনীত ‘পরমাণু’ ছবিটি।এ কারণে হর্ষবর্ধন অভিনীত ছবিটির তারিখ পিছিয়ে ১ জুন করে নির্মাতারা।
এরই মধ্যে ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষনা করে টুইটারে পোস্টার দিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা।
‘ভাবেশ যোশী’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে কয়েকজন বন্ধুর ঘটনা নিয়ে।হর্ষবর্ধন এখানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী একজন তরুণের ভূমিকায় অভিনয় করেছেন।
বলিউডের একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত অনেক তারকা একই দিনে সিনেমা মুক্তির কারণে বক্স অফিসে মুখোমুখি হয়েছেন। কিন্তু এই প্রথম কোনো ভাই-বোন বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে।