এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ে জেলা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জে জেলা এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এসময় সকল এনজিও প্রতিষ্ঠানকে নিয়মিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয় এবং মাদক ও বাল্যবিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। এসময় আরো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল হক বাবু, এডাবের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলায় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওগুলোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।