একটি শোক সংবাদ———-
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন – ইন্না লিলাøহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর টিকোশ গ্রামের বাসিন্দা। আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বিকেল সাড়ে ৪টায় নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) আশিক আহমেদ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।